আজ ৩০/১০/২০১৬ ইং
সিরাজদিখান উপজিলার শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের বাইক চরের রুস্তম আলীর ধানের জমির পানি থেকে ৭৫ বয়সের অজ্ঞাত নামা একটি লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।এসময় উপস্থিত ছিলেন এ.এস.আই মোস্তাফিজুর রহমান।লাশটির গলার কাছে কিছুটা আঘাতে চিহ্নের মতো দেখা যায়।প্রাথমিক ভাবে কোনকিছু সন্ধেহ করে না পাওয়া গেলেও বিষয়টি গুরুত্তের সাথে নিবে সিরাজদিখান থানা পুলিশ।
সূত্রঃ শেখরনগর সংবাদ
No comments:
Post a Comment