Friday, 4 November 2016

A young boy arrested because of stealing gold from Shekharnagar traditional Kali temple.শেখরনগর কালি মন্দিরে ঠাকুরের স্বর্ণের হার চুরি করতে গিয়ে যুবক গ্রেফতার

গত ০৩/১১/২০১৬ বৃহস্পতিবার সিরাজদিখান থানার শেখরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালি মন্দিরের ঠাকুরের গলার স্বর্ণের হার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরে পার্শ্ববর্তি টেগুরিয়া গ্রামের জাকির শেখের ছেলে অনিক শেখ (২৪) । ঘটনাস্থল হতে জানা যায় অনিক মন্দিরের প্রধান গেইট দিয়ে ভিতরে প্রবেশ করে মহাদেবের মাথায় পারা দিয়ে কালি ঠাকুরের বিশাল স্বর্ণের হার ঠাকুরের গলা থেকে খুলে তার ব্যাগের ভিতর ভরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু স্থানীয় মনি পাড়ার লোকজনের নজর থাকায় তাকে হাতে নাতে ধরে ফেলে।পরবর্তিতে উক্ত যুবককে পুলিশের কাছে সোপার্দ করে।সিরাজদিখান থানার এ.এস.আই আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে জানা যায় উক্ত যুবকটি মানসিক ভারসাম্যহীন (পাগল) যা তার পরিবার সনদ উপস্থাপনের মাধ্যমে হাজির করেছেন। যার প্রেক্ষিতে উক্ত ছেলেটিকে পুলিশ ছেরে দেন।

No comments:

Post a Comment